Views Bangladesh

Views Bangladesh Logo

পরিকল্পিত বৃক্ষরোপণ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ‘শেভরন বাংলাদেশ’এবং ‘গ্রিন সেভারস’ এর মাঝে চুক্তি স্বাক্ষর

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ৩ জুলাই ২০২৪

ঢাকার গুলশানে শেভরন বাংলাদেশের কর্পোরেট অফিসে শেভরন বাংলাদেশ এবং গ্রিন সেভার্স আনুষ্ঠানিকভাবে 'পরিকল্পিত বৃক্ষরোপণ উদ্যোগ' শীর্ষক ৫ বছর মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর করেছে। পাঁচ বছর মেয়াদি (২০২৪ থেকে ২০২৯) এই প্রকল্পটি তিনটি প্রধান অংশে পরিচালিত হবে।

‘শেভরন বাংলাদেশ’ পরিচালিত বিবিয়ানা গ্যাস প্লান্টের সংযোগ সড়কের দুপাশ জুড়ে দেশজ গাছকে প্রাধান্য দিয়ে সবুজ অরণ্যে সাজাতে এবং পাখি ও অন্যান্য জীববৈচিত্র্যের খাদ্যের যোগান ও আবাসস্থল তৈরিতে উপযোগী ৪ হাজার বৃক্ষের চারা রোপণ ও রোপণ পরবর্তী দীর্ঘ মেয়াদি পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বাঁচিয়ে তোলা। এখানে রোপণ উপযোগী গাছের মধ্যে ৩৬টি ভিন্ন ভিন্ন প্রজাতির ১ হাজার ৩৫০টি মাঝারি ও ১ হাজার ৫০০টি বড় আকৃতির বৃক্ষজাতীয় শোভাবর্ধনকারী ফুল ও কাঠ গাছ এবং ১ হাজার ১৫০টি দেবদারু গাছের চারা রোপণ করা হবে। প্রতিটি চারার সঙ্গে খুঁটি, গবাদি পশুর হাত থেকে গাছ রক্ষায় চারাকে ঘিরে বেড়া ও গ্রিন সেভারসের পক্ষ থেকে চলবে একটানা ৩ বছর মেয়াদি রক্ষণাবেক্ষণের কাজ।

বিবিয়ানা গ্যাস প্লান্টের নিকটবর্তী হবিগঞ্জ জেলার বিভিন্ন অংশে চলবে কমিউনিটি পর্যায়ে ‘বৃক্ষরোপণ অভিজান’। একক পর্যায়ে স্থানীয় লোকজন থেকে শুরু করে স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসার মত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তার দুপাশ জুড়ে চলবে বৃক্ষরোপণ কার্যক্রম।

চুক্তির এই ৫ বছর মেয়াদে ‘শেভরন বাংলাদেশ’ ও 'গ্রিন সেভারস' বাংলাদেশের যে কোন প্রান্তে পরিকল্পিত বৃক্ষরোপণের জন্য উপযোগিতা ও চাহিদা বিবেচনায় উন্নত জাতের দেশজ গাছের চারা সরবরাহ করবে।

উল্লেখ্য, শেভরন বিশ্বের শীর্ষস্থানীয় সমন্বিত জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। জ্বালানি সরবরাহের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর পদচারণা রয়েছে। বিশ্বব্যাপী শেভরন সমাজের উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। এছাড়া সাশ্রয়ী, নির্ভরযোগ্য, নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কাজ করছে।

অপরদিকে, পরিবেশ, নগর কৃষি, ছাদবাগান ও দেশব্যাপী পরিকল্পিত সবুজায়নের লক্ষ্যে ২০১০ থেকে কার্যক্রম পরিচালনা করছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশবাদী প্রতিষ্ঠান 'গ্রিন সেভারস ’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ