Views Bangladesh Logo

ঢাবি নারী শিক্ষার্থীকে হেনস্তা

নিপীড়ক অর্ণবকে বিনা শাস্তিতে চাকরিতে পুনর্বহাল করা চলবে না: ছাত্র ইউনিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তা ও তার পোশাক নিয়ে মন্তব্য করা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে বিনা শাস্তিতে চাকরিতে পুনর্বহাল করা চলবে না বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।

শুক্রবার (৭ মার্চ ) রাত ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান তারা। এত সই করেন দপ্তর সম্পাদক নিনান খান।

বিজ্ঞপ্তির মাধ্যমে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু ও সাধারণ সম্পাদক মাঈন আহমেদ বলেন, “নৈতিকতা রক্ষার নামে নারীদের পোশাক, অভিরুচি ও জীবনযাপনের উপর হস্তক্ষেপ করার যে মহোৎসব সারা দেশে শুরু হয়েছে তারই একটি শঙ্কাজনক রূপ আমরা দেখতে পেলাম এই ঘটনার মধ্য দিয়ে। একজন নিপীড়ককে যেভাবে এক দল চরম প্রতিক্রিয়াশীল লোক রীতিমতো হট্টগোল পাকিয়ে উদ্ধার করার চেষ্টা করল এবং শেষ পর্যন্ত জামিন হওয়ার পর তাকে জাতীয় নায়ক হিসেবে উপস্থাপন করার ঘৃণ্য চেষ্টা করল, তা বাংলাদেশে একটি জঘন্য নজির সৃষ্টি করল। এখন যদি এই নিপীড়ককে চাকরিতেও পুনর্বহাল করা হয় তাহলে তা সারা দেশের নারীদের মধ্যে ভয়াবহ অনিরাপত্তা সৃষ্টি করবে। ইভটিজারদের যেন কোনোভাবেই বিনা শাস্তিতে চাকরিতে পুনর্বহাল করা না হয় তা নিশ্চিৎ করতে প্রতিবাদ জারি রাখতে হবে। একইসঙ্গে শাস্তির মাত্রা যেন পরিপূর্ণ পুনর্বাসনের মাধ্যমে নির্ধারিত হয় তা নিশ্চিৎ করা জরুরি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ