ছায়ানট সভাপতি সনজীদা খাতুন আর নেই
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সংস্কৃতিকজন, রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞ সনজীদা খাতুন মারা গেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ৩টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে ৯২ বছর বয়স হয়েছিল তার।
সনজীদা খাতুনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার পুত্রবধূ এবং ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা।
সনজীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন একজন জাতীয় অধ্যাপক। মা সাজেদা খাতুন ছিলেন গৃহিণী।
সনজীদা খাতুন ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনাও করেছেন।
জীবনের প্রায় শুরু থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গেছে সনজীদা খাতুনকে। কলেজ থাকাকালীন তিনি পড়াশোনা, আবৃত্তি এবং অভিনয়ের পাশাপাশি গানের চর্চা করে আসছেন। তিনি কিছু সাংগঠনিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন।
তিনি শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে ব্রতচারী আন্দোলনে যোগ দেন। তার প্রথম গানের শিক্ষক ছিলেন সোহরাব হোসেন। তার কাছ থেকে তিনি নজরুল সঙ্গীত, আধুনিক বাংলা গান এবং লোকসঙ্গীত শিখেছিলেন। পরে তিনি হুসনে বানু খানমের কাছ থেকে রবীন্দ্র সঙ্গীত শিখেছিলেন। তিনি শৈলজা রঞ্জন মজুমদার, আব্দুল আহাদ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন এবং আরও কয়েকজনের কাছ থেকে সঙ্গীত শিখেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে