Views Bangladesh Logo

শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

শিগগিরই বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখার গোপন সেল ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরাও।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্যের সুষ্ঠু সরবরাহ, বড় আকারে আমদানি ও পরিবহন নিশ্চিতে নেয়া পদক্ষেপ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

বৈঠকে রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখারও সিদ্ধান্ত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ