শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
শিগগিরই বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখার গোপন সেল ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরাও।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্যের সুষ্ঠু সরবরাহ, বড় আকারে আমদানি ও পরিবহন নিশ্চিতে নেয়া পদক্ষেপ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
বৈঠকে রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখারও সিদ্ধান্ত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে