Views Bangladesh Logo

ভবনের ছাদ ধসে স্কুলের ওপর পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে স্কুলের ওপর পড়ায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম সাগর (১০)। সে নগরীর শাকতলা এলাকার অলি হাসানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার জানান, মৃত শিশুটি নোয়াগাঁও চৌমুহনী এলাকার নূর আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।

তিনি জানান, স্কুলের পাশে একটি সাততলা ভবনের নির্মাণকাজ শেষ হলেও নতুন ভবন হিসেবে এর আশেপাশে কোনও নিরাপত্তাবলয় ছিল না। সোমবার স্কুলে ক্লাস চলাকালীন হঠাতই ভবনটির ছাদের একটি বড় অংশ স্কুলের ওপর ধসে পড়ে। স্কুলটি টিনশেড হওয়ায় এটি সরাসরি ক্লাসরুমে থাকা সাগরের ওপর পড়ে। এতে তখনই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে সকালে আর কোনো শিক্ষার্থী ক্লাসরুমে উপস্থিত ছিল না। আরও বেশি শিক্ষার্থী থাকলে আরও বড় অঘটন ঘটতে পারত বলে মনে করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ