Views Bangladesh Logo

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু নিহত, পুড়ল দেড় শতাধিক ঘর

ক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল দেড় শতাধিক ঘর। এতে আয়েশা সিদ্দিকা (৫) নামে এক শিশু নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে টেকনাফ উপজেলার নয়াপাড়া মুচনী ২৬ নম্বর ক্যাম্পের জি-২ ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আয়েশা সিদ্দিকা ক্যাম্পের জি-২ ব্লকের ইব্রাহিমের মেয়ে। তবে আহত ও নিখোঁজদের পরিচয় পাওয়া যায়নি।

২৬ নম্বর ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১১টার দিকে ২৬ নম্বর ক্যাম্পের জি-২ ব্লকে আগুন লাগে। পরে রোহিঙ্গা নাগরিক ও ক্যাম্পের ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে পুড়ে একটি বসতঘরের ভেতরে থাকা শিশু আয়েশার মৃত্যু হয়। এ ছাড়া এ ঘটনায় পাঁচজন আহতসহ নিখোঁজ রয়েছেন তিনজন।

এ ব্যাপারে ২৬ নম্বর ক্যাম্পের ইনচার্জ মো. মোস্তাক আহমেদ বলেন, হতাহত ও নিখোঁজসহ আগুনে অন্তত দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। বিস্তারিত আরও তথ্য জানার জন্য আমরা কাজ করছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ