Views Bangladesh

Views Bangladesh Logo

মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে হত্যা করল শিম্পাঞ্জি

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

গিনিতে এক শিশু কন্যাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করেছে এক শিম্পাঞ্জি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিম্বা মাউন্টেন নেচার রিজার্ভ থেকে ৩ কিলোমিটার দূরে সেই শিশুটির বিকৃত মরদেহ পাওয়া গেছে।

শিশুটির মা সেনি জোগবা বলেন, ‘আমি ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ একটি শিম্পাঞ্জি পেছন থেকে এসে আমাকে কামড় দেয় এবং আমার মেয়েকে জঙ্গলে টেনে নিয়ে যায়।’

এ ঘটনার পরেই স্থানীয় লোকজন গিনির একটি শিম্পাঞ্জি গবেষণা কেন্দ্রে হামলা চালায়।

কেন্দ্রের পরিচালকদের মতে, বিক্ষুব্ধ জনতা ভবনটি ধ্বংস করে দেয় এবং ড্রোন ও কম্পিউটারের মতো যন্ত্রপাতিতে আগুন ধরিয়ে দেয়। তারা ২০০টিরও বেশি নথি লুটপাট করেছে।

ইকোলজিস্ট আলিদজিউ সিলা বলেন, রিজার্ভে খাদ্যের ঘাটতির কারণে শিম্পাঞ্জিরা সংরক্ষিত এলাকা ছেড়ে বেরিয়ে আসচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই বছর এ রকম ছয়টি আক্রমণের তথ্য নথিভুক্ত করা হয়েছে।

গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনের জঙ্গলগুলি বিপন্ন প্রজাতির পশ্চিমা শিম্পাঞ্জির আশ্রয়স্থল। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অনুসারে, ১৯৯০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই প্রজাতির সংখ্যা কমে গেছে ৪০ শতাংশ। এদের মধ্যে মাত্র সাতটি শিম্পাঞ্জি গিনির বোসোউ বনে আছে।

গিনিতে শিম্পাঞ্জিদের ঐতিহ্যগতভাবে সম্মান করা হয় এবং প্রায়ই তাদের খাবার দেয়া হয়। এর ফলে এসব শিম্পাঞ্জি কখনও কখনও মানব বসতিতে হামলা করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ