Views Bangladesh Logo

মিয়ানমারে চীনের কনস্যুলেটে হামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

মিয়ানমারের মান্দালে শহরে চীনের কনস্যুলেটে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে বিস্তৃত রয়্যাল প্যালেসের দক্ষিণে মধ্য মান্দালেতে কনস্যুলেট অফিসে বিস্ফোরণটি ঘটে।

চীন মিয়ানমারের জান্তার প্রধান মিত্র এবং অস্ত্র সরবরাহকারী। কিন্তু বিশ্লেষকদের মতে, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে সেনাবাহিনীর সাথে যুদ্ধরত জাতিগত গোষ্ঠীগুলোর সাথেও সম্পর্ক বজায় রাখে।

২০২১ সালে সেনাবাহিনী অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত এবং ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমার অশান্ত রয়েছে।

মান্দালেতে মিয়ানমারের একজন কর্মকর্তাও এএফপিকে জানান, মান্দালেতে চীনা কনস্যুলেট অফিস কম্পাউন্ডের ওই ঘটনায় কেউ হতাহত হননি'।

ইরাবদি আউটলেট জানিয়েছে, কম্পাউন্ডে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, যেখানে সাধারণত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দেন।

ভয়েস অব মিয়ানমার জানিয়েছে, কনস্যুলেটটি অজ্ঞাত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জান্তার মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ