Views Bangladesh Logo

বাংলাদেশিদের চীনা স্বাস্থ্যসেবা সহজ করতে চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের নাগরিকদের চীনের স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়তা করতে চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। সংশ্লিষ্ট কর্মকর্তারা শনিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ে বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য চারটি হাসপাতাল নির্ধারিত রয়েছে। তবে বিমান ভাড়ার উচ্চ খরচ কুনমিংয়ে যাতায়াতের প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম-কুনমিং সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় ও সময় কমে আসবে, ফলে বাংলাদেশিদের জন্য চীনের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।

চীনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত নাজমুল ইসলাম জানান, কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট ফ্লোর বরাদ্দ রয়েছে।

‘চিকিৎসার খরচও তুলনামূলক কম। বাংলাদেশি রোগীরা চীনের স্থানীয় নাগরিকদের মতোই একই হারে ফি পরিশোধ করেন,’ বলেন তিনি।

কুনমিংয়ে যাতায়াত সহজ করতে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও ঢাকা-কুনমিং রুটের টিকিটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

চীনা কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র খোলার পরিকল্পনার কথাও জানিয়েছে।

এপ্রিল মাসে বাংলাদেশের একটি বড় সাংবাদিক দল কুনমিং সফর করবে, যেখানে তারা হাসপাতালগুলোর চিকিৎসা সুবিধা সরেজমিনে দেখার সুযোগ পাবে।

গত মাসে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিং গিয়েছিলেন। তারা হাসপাতালের মানের প্রশংসা করেছেন, তবে অনেকেই যাতায়াত ব্যয়ের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ