চীনে গাড়ি হামলায় ৩৫ জনের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাই শহরে গাড়ি হামলায় ৩৫ জনকে হত্যাকারী ফ্যান-উইকিউ এর মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। গত বছরের সবচেয়ে মারাত্মক ওই গণহামলার দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন দেশটির সুপ্রিম পিপলস কোর্ট।
রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, সোমবার (২০ জানুয়ারি) উইকিউকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়। এর আগে ‘আইন অনুসারে ফাঁসি’ কার্যকরে কর্মীদের পাঠান মিউনিসিপ্যাল পাবলিক প্রসিকিউটর।
গত বছরের ১১ নভেম্বর ৬২ বছরের ফ্যান ওয়েইকুইউ গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরের স্টেডিয়ামের বাইরে ব্যায়ামরত মানুষের ওপর এসইউভি গাড়ি উঠিয়ে দেন ওয়েইকিউ। এতে ঘটনাস্থলেই ৩৫ জনের মৃত্যু হয়। ২০১৪ সালের পর চীনের সবচেয়ে খারাপ ওই অপরাধে আহত হন আরও ৪৫ জন। গত কয়েক দশকের মধ্যে চীনের মাটিতে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা বলেও উল্লেখ করেছে সিসিটিভি।
পুলিশ সে সময় জানিয়েছিল, গাড়ি হামলার পর কাছে থাকা ছুরি দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন ওই আততায়ী। তাকে ঘটনাস্থল থেকে আটকের সময় তিনি কোমায় ছিলেন।
গত মাসে বিচারের সময় কিছু ভুক্তভোগীর পরিবার, কর্মকর্তা এবং জনসাধারণের সদস্যদের সামনে দোষ স্বীকার করেন ফ্যান।
২৮ ডিসেম্বর উইকিউকে মৃত্যুদণ্ড দেয়া রায়ে সুপ্রিম পিপলস কোর্ট বলেন, ‘তার উদ্দেশ্য এবং অপরাধের প্রকৃতি ছিল অত্যন্ত জঘন্য’।
আদালত পর্যবেক্ষণে বলেন, ‘বিয়ে ভেঙে যাওয়া, ব্যক্তিগত হতাশা এবং বিবাহবিচ্ছেদের পরে সম্পত্তির বিভাজন নিয়ে অসন্তোষ ছিল তার মনে। ওই দিন পারিবারিক আদালতে বিচ্ছেদের বিষয়টি জানার পর তিনি নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত থেকেই ক্ষোভে-উন্মাদনায় চালান এই ভয়াবহ হামলা।’
‘তিনি যে পদ্ধতিগুলো ব্যবহার করেছিলেন, তা ছিল ‘বিশেষত নিষ্ঠুর এবং পরিণতিগুলো বিশেষত গুরুতর ও সমাজের জন্য উল্লেখযোগ্য ক্ষতিকর’- বলেন আদালত।
সিসিটিভিও বলছে, ফ্যানের গণহামলা চীনে সমাজের অবস্থা সম্পর্কে জনসাধারণের মাঝে বিশাল ধাক্কা এবং আত্মা-অনুসন্ধানের জন্ম দিয়েছে। ঝুহাইয়ের এই হামলা পুরো চীনকে চমকে দেয় এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।
চীনে তোলপাড় সৃষ্টি করা ওই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ এবং সব প্রদেশের সরকারকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশও দেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
পশ্চিমা দেশের তুলনায় চীনে সহিংস অপরাধ সাধারণত বিরল। তবে দেশটিতে গত বছর ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে