ভারত-পাকিস্তানকে সংযমের আহ্বান চীনের
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে চীন। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশকে সংযম প্রদর্শনেরও আহ্বান জানিয়েছে দেশটি।
কাশ্মীরের পহেলগামের বৈসরণ উপত্যকায় ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত-পাকিস্তান বিতর্কিত সীমান্তে ভারী গোলাবর্ষণের পর মঙ্গলবার (৬ মে) রাতে ওই হামলা চালায় ভারত। পাকিস্তানি সেনাবাহিনীর মতে, ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই শিশুসহ ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হন।
ভারতীয় হামলার প্রতিক্রিয়ায় বুধবার (৭ মে) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের আলাদা করা যায় না এবং তারা চীনের প্রতিবেশীও। আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারতের সামরিক পদক্ষেপে দুঃখ প্রকাশ করছি’।
একই রাতে জবাবে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণ করে পাকিস্তান। এতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৩ জন আহত হন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই হামলার বিষয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন।
তবে সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা পুনর্ব্যক্ত করে উভয়পক্ষকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানায় দেশটি।
‘আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই শান্ত থাকা, সংযম প্রদর্শন করা এবং উত্তেজনা আরও বাড়াতে পারে, এমন পদক্ষেপ এড়ানোর আহ্বান জানাচ্ছি’- বলেন মুখপাত্র।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে