Views Bangladesh Logo

গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের কাশিমপুরে একটি ব্যাটারি তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে পিউ জুই (৫২) নামে এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরও ছয় বাংলাদেশি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ পানিশাইলের পলাশ হাউজিং এলাকার টং রুইদা ইন্ডাস্ট্রি কারখানায় এ ঘটনা ঘটে।

কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের পর মঙ্গলবার কারখানাটি চালুর প্রক্রিয়া চলছিল। কিন্তু বয়লার চালু না হওয়ায় চীনা প্রকৌশলীসহ অন্যরা মেরামত করতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বয়লার বিস্ফোরণ হয়। এতে চীনা প্রকৌশলী ঘটনাস্থলেই নিহত এবং অপর ছয়জন অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান জানান, আহত ছয় বাংলাদেশি নাগরিকের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তার নাম অমল ঘোষ (৩২)। বাকি পাঁচজন বাংলাদেশি নাগরিক শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ