Views Bangladesh

Views Bangladesh Logo

প্রধান বিচারপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের বিচার ব্যবস্থা শক্তিশালী করতে এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচার ব্যবস্থার উন্নয়ন ও প্রশিক্ষণে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কার্যালয়ে এক বৈঠকের সময় এই প্রস্তাব দেন তিনি। তিন সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে রাষ্ট্রদূত ইয়াও বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক উন্নয়নে প্রধান বিচারপতির সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠায় একটি শক্তিশালী আইনি কাঠামোর প্রয়োজনীয়তা অপরিহার্য এবং বিচারকদের মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি ও অভিজ্ঞতা বিনিময়ে চীন সহযোগিতা করতে প্রস্তুত।’

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, বিশেষ করে জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে চীনের সঙ্গে বিচার বিভাগীয় সম্পর্ক জোরদারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ