আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময় দাসকে
রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে এবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ এপ্রিল) সকালে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন পুলিশের করা আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি জানান, আলিফ হত্যা মামলায় পুলিশের আবেদন অনুযায়ী চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। নিরাপত্তাজনিত কারণে তাকে সরাসরি আদালতে হাজির না করে ভার্চুয়ালি হাজির করা হয়।
সূত্র জানায়, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়ের হওয়া চারটি মামলার মধ্যে একটি হলো আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলা। বাকি তিনটি মামলা পুলিশ ও আইনজীবীদের ওপর হামলা, বিচারকাজে বাধা এবং আদালত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা হয়েছে। এই তিন মামলার শুনানি হবে মঙ্গলবার (৬ মে)।
সোমবার আলিফ হত্যা মামলার শুনানি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। অন্য তিনটি মামলার শুনানি মঙ্গলবার একইভাবে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পরদিন (২৬ নভেম্বর) তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশের পর চট্টগ্রাম আদালত চত্বরে হট্টগোল শুরু করেন চিন্ময়ের অনুসারীরা। এ সময় তারা তিন ঘণ্টা প্রিজন ভ্যান আটকে রেখে পুলিশকে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে চট্টগ্রাম আদালত এলাকা থেকে লালদিঘী ও কোতোয়ালি থানা পর্যন্ত।
ওই সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আলিফের বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে