উসমানের সেঞ্চুরির ম্যাচে চিটাগংয়ের দাপুটে জয়
বোলিংয়ে যেমন বাজে দিন কেটেছে, তেমনি ব্যাটিংয়েও আজ সুবিধা করতে পারেনি দুর্বার রাজশাহী। উসমান খানের সেঞ্চুরিতে দুইশ ছাড়ানো ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে চিটাগং কিংস। বিপিএলে এনামুল হকদের দ্বিতীয় হারের স্বাদ দিয়ে প্রথম জয় তুলে নেয় মোহাম্মদ মিথুনদের দল। হার দিয়ে বিপিএল শুরু করা কিংসরা পেয়েছে ১০৫ রানের বিশাল জয়।
শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুরে পাকিস্তানি ব্যাটারের ইতিহাস গড়ার দিনে চিটাগং পায় ২১৯ রানের পুঁজি। আসরের সপ্তম ম্যাচ উসমান পেয়েছেন সেঞ্চুরির দেখা। বিপিএলের ইতিহাসে সেঞ্চুরি হাঁকানো ৩৪তম ক্রিকেটার এই পাকিস্তানি। ১২৩ রানের ইনিংসে ছিল ১৩টি চার ও ৬টি ছক্কার মার। অধিনায়ক মোহাম্মদ মিথুন ১৫ বলে খেলেন ২৮ রানের ইনিংস। ৮ বলে ১৯ রান করে স্কোর ২১৯ অবদি নেন হায়দার আলী। কিংসের ৫ উইকেট হারানোর দিনে রাজশাহীর তাসকিন নিয়েছেন ২২ রানে দুটি উইকেট।
জবাবে আলিস আল ইসলামের ঘূর্ণির কাছে দাঁড়াতে পারেনি রাজশাহী। বড় লক্ষ্যে তারা সব উইকেট হারিয়ে থেমেছে মাত্র ১১৪ রানে।
ইনিংসের শুরু থেকেই রাজশাহী খেই হারিয়েছে। ওপেনিংয়ে নামা সাব্বির হোসেন থেমেছেন ৮ রান করে। তিনে নামা এনামুল হক বিজয় এদিন ৯ বলে ৮ রান করে থামেন। মাঝের দিকে দলের হাল তেমন ধরতে পারেননি ইয়াসির আলী ও আকবর আলী। ধীরগতির ব্যাটিংয়ে ইয়াসির আনেন ১৬ রান। ১২ বলে ১৮ রান করে ফেরেন আকবর।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ হারিস। ১৫ বলের ইনিংসে তিনি হাঁকান তিনটি ছক্কা ও দুটি চার। দুইশ ছাড়ানো স্ট্রাইক রেটে করেন ৩২ রান। বাকিদের কেউই লড়াই জমাতে পারেননি।
চিটাগংয়ের রহস্যময় স্পিনার আলিস ইসলাম ৪ ওভারে ১৭ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। ২৩ রান দিয়ে আরাফাত সানিও নিয়েছেন সমান তিন উইকেট। দুটি করে উইকেট মোহাম্মদ ওয়াসিম ও শরিফুল ইসলামের। ম্যাচসেরা হন চিটাগংয়ের উসমান খান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে