Views Bangladesh

Views Bangladesh Logo

ফটো স্টোরি

বিশ্বজুড়ে বড় দিনের উৎসব বারতা: ২০২৩

Rahat  Minhaz

রাহাত মিনহাজ

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

বিশ্বের খ্রিষ্টধর্মের অনুসারীদের সবচেয়ে বড় আনন্দ-উৎসবের উপলক্ষ বড়দিন। মহাপ্রভু যিশুখ্রিষ্টের জন্মতিথির এই উৎসবে বর্ণিল আয়োজনে সেজেছে অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর ব্রিজবেন। ব্রিজবেন শহরের মূল কেন্দ্র কুইনস্ট্রিট থেকে শুরু করে পুরো রাজ্যেই উৎসবের আমেজ। ভিউজ বাংলাদেশের জন্য উৎসবের সেই চিত্র ধারণ করেছেন রাহাত মিনহাজ

১. কুইনস্ট্রিটে বড়দিন উপলক্ষে শিশুদের আনন্দ আয়োজন।

২. সমস্বরে ইটস এ বিগ ডে গাইছে খুদে শিল্পীরা।

৩. কুইনস্ট্রিটে আয়োজন উপভোগ করছেন দর্শনার্থীরা।

৪. কুইনস্ট্রিটে শপিং মলে ক্রিসমাস সাজে বিক্রয়কর্মী।

৫. কুইনস্ট্রিটে দ্য স্টার অব বেথলেহেম

৬. কুইনস্ট্রিট ক্রিসমাস ট্রি

৭. ক্রিসমাসে বর্ণিল সাজে সজ্জিত ঐতিহাসিক ট্রেজারি বিল্ডিং

৮. ইন্দ্রপিলি রেলস্টেশনে সান্টার সঙ্গে বাংলাদেশি দুই শিশু।

৯. ইন্দ্রপিলি শপিং মলে বড়দিনের ফ্রেমে দুই শিশু।

১০. বড়দিন ঘিরে আলোয় সেজেছে ব্রিজবেনের সবচেয়ে পুরোনো সেন্ট জনস ক্যাথাড্রাল।

১১. ১৯০১ সালে যাত্রা শুরু করা এই চার্চে বড়দিন উপলক্ষে স্থাপন করা হয়েছে নতুন ভাস্কর্য।

১২. ১৯০১ সালে যাত্রা শুরু করা এই চার্চে বড়দিন উপলক্ষে স্থাপন করা হয়েছে নতুন ভাস্কর্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ