Views Bangladesh Logo

চুয়াডাঙ্গায় ১৪ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

চুয়াডাঙ্গার একটি গ্রামে ১৪ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনামুল হক নামের এক ব্যক্তিকে (৪০) আটক করেছে পুলিশ।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জনরোষের মুখে পুলিশ নিরাপত্তারক্ষী এনামুল হককে আটক করে। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে। যার ফলে এলাকায় উত্তেজনা বেড়ে যায়। সোমবার সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে।

পুলিশ জানায়, ওই ঘটনার পর অভিযুক্তরা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে তার মামার বাড়িতে পালিয়ে যায়। পরে সোমবার রাতে চুয়াডাঙ্গা জেলার গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা গেছে, ভুক্তোভোগী মেয়েটি দীর্ঘদিন ধরে তার বাবার অবাঞ্ছিত আচরণের শিকার হয়ে আসছিল।

পুলিশের তদন্ত অনুযায়ী আরও জানা গেছে, গত বছরের ১ ডিসেম্বর তার মা বাড়িতে না থাকার সুযোগে বাবা এনামুল তাকে ধর্ষণের চেষ্টা করে। তবে মেয়েটির বাধায় ব্যর্থ হন তিনি।

এ ঘটনার পর প্রথমে এক বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করে মেয়েটি। এরপর মানসিকভাবে ভেঙে পড়লে গত ১৪ মার্চ ছয়টি ব্যথানাশক ট্যাবলেট খায় সে। এতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মেয়েটি তার পরিবারের কাছে বাবার দ্বারা ধর্ষণচেষ্টার বিষয়টি জানায়। যদিও প্রথমে পরিবার ঘটনাটি গোপন রাখার চেষ্টা করলেও সোমবার সন্ধ্যায় এটি প্রকাশ্যে আসে। যার ফলে স্থানীয় বাসিন্দারা দুই ঘণ্টা ধরে বিক্ষোভ করে।

ওসি খালেদুর বলেন, “প্রাথমিক তদন্তে ধর্ষণচেষ্টার প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত এখন পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ