Views Bangladesh

Views Bangladesh Logo

গাজায় যুদ্ধবিরতি নিয়ে রোমে তিন পক্ষের সঙ্গে বৈঠকে বসবেন সিআইএ প্রধান

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২৮ জুলাই ২০২৪

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে রোববার (২৮ জুলাই) ইতালির রাজধানী রোমে ইসরায়েল, কাতার এবং মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস। শুক্রবারের (২৭ জুলাই) এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস নিউজ বলেছে, এই বৈঠকের লক্ষ্য হলো আলোচনার অগ্রগতি, অবশিষ্ট মতপার্থক্যের সমাধান করা এবং গাজায় একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তির পথ প্রশস্ত করা।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বার্নস কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি, মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া এবং মিশরীয় গুপ্তচর প্রধান আব্বাস কামেলের সঙ্গে বৈঠক করবেন।

একটি হাই প্রোফাইল সূত্রের বরাত দিয়ে আল-কাহেরা নিউজ চ্যানেল জানিয়েছে, ‘এই বৈঠকটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার একটি অংশ।’

সূত্রটি আরও বলেছে, ইসরায়েলের অন্যতম গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া এই বৈঠকে যোগ দেবেন।

অন্যদিকে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে সম্প্রতি কিছু কঠিন দাবি উত্থাপন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই শর্ত থেকে সরে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে নেতানিয়াহুর ওপর দেয়া চাপকে অকার্যকর হিসেবে দেখছে ইসরায়েলি আলোচকরা।

একজন ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাক্সিওসকে বলেন, ‘নেতানিয়াহু এমন একটি চুক্তি চান, যা মেনে নেয়া অসম্ভব।’

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বৃহস্পতিবার বাইডেনের সঙ্গে তার দেয়া নতুন দাবিগুলো নিয়ে আলোচনা করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ