Views Bangladesh Logo

স্মৃতিসৌধে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে মারামারি

 VB  Desk

ভিবি ডেস্ক

হান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধে ফুল দেয়ার পর ফেরার পথে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র দুই নেতা বদরুল আলম সুমন ও দেলোয়ার হোসেন মাতবর আহত হন। তাদের চিকিৎসা দেয়া হয় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

বদরুল আলম সুমন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। তিনি বলেন, ‘ফুল দেয়ার সময় কিছু ধাক্কাধাক্কি হয়েছিল, পরে তা পরিকল্পিত হামলায় রূপ নেয়।’

অপরদিকে, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন দাবি করেন, ‘এটি বড় কিছু ছিল না, শুধু ধাক্কাধাক্কি হয়েছিল এবং আমরা পরে তা সমাধান করেছি।’

এই ঘটনা নিয়ে সিনিয়র নেতাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ