হবিগঞ্জে মসজিদের তহবিল নিয়ে সংঘর্ষে আহত শতাধিক
হবিগঞ্জে মসজিদের তহবিল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত প্রায় ৫০ জন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, শনিবার (২১ ডিসেম্বর) সকালে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গীরঘাট গ্রামে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, টঙ্গীরঘাট গ্রামের মসজিদের ১৪ লাখ টাকা নিয়ে একই গ্রামের দুই প্রবীণ মো. তৈয়বুল্লাহ ও আলহাজ্ব মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়।
মসজিদটিতে কোনো কমিটি না থাকায় আলহাজ্ব মিয়া মসজিদের উন্নয়নে তহবিল ব্যবহার করতে চেয়েছিলেন। আর তৈয়বুল্লাহ এবং তার দল জোর দিয়েছিলেন, সঞ্চিত অর্থ ব্যাংকে জমা দেয়া হোক।
বিষয়টির মীমাংসা করতে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে গ্রামে বৈঠক চলাকালে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়, যার জেরে পরদিন সকালে সংঘর্ষ বেধে যায়।
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে