মেক্সিকোর প্রথম নারী রাষ্ট্রপতি ক্লাউডিয়া শেইনবাম
ক্লাউডিয়া শেইনবামকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে মেক্সিকোর শাসক দল মরেনা পার্টি।
রোববার (২ জুন) ভোটগ্রহণ শেষে তিনি দেশটির প্রথম নারী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।
পোলস্টার প্যারামেট্রিয়া পূর্বাভাস দিয়েছে, শেইনবাম ৫৬ শতাংশ ভোটে জয়ী হয়েছেন। যেখানে তার বিরোধী প্রার্থী যোসিটি গ্যালভেজ ৩০ শতাংশ ভোট পেয়েছেন। আরো চারটি নির্বাচন পরবর্তী জরিপ অনুযায়ী শেইনবাম জয়ী হতে চলেছেন।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর আগামী ১ অক্টোবর তিনি ছয় বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে