প্রথম বিভাগ ক্রিকেট লিগ বর্জন সিসিডিএম ক্লাবগুলোর
নির্দেশক এবং কাউন্সিলরের সংখ্যা কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবির সুরাহা না হওয়ায় প্রথম বিভাগ ক্রিকেট লিগ বর্জন করল ঢাকা মেট্রোপলিস এর ক্লাবগুলো।
এর আগে, ১৪ জানুয়ারি, ৭৬টি ক্লাবের মধ্যে ৬৭টি ক্লাবের প্রতিনিধিরা একটি সভা করে এবং এই প্রস্তাব প্রত্যাহারের জন্য তিন দিনের আলটিমেটাম দিয়েছিল। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু।
ওই আলটিমেটাম শেষে ১৮ জানুয়ারি, শনিবার বিসিবি গঠনতন্ত্র সংশোধনী কমিটি বাতিল, নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ, পরিচালকসংখ্যা বৃদ্ধির জন্য বিসিবিতে স্মারকলিপি দিয়েছে ক্লাবগুলো।
সেই স্মারকলিপিতে বলা হয়েছে, গঠনতন্ত্র সংশোধনী কমিটির আহ্বায়ক ফাহিম পদত্যাগ না করা পর্যন্ত লিগ বয়কটের ঘোষণা দেন তারা।
ঢাকা মেট্রোপলিসের অধীনে প্রথম বিভাগ ক্রিকেট লিগ (সিসিডিএম) ২০ জানুয়ারি সোমবার শুরু হওয়ার কথা ছিল, এবং ১৮ জানুয়ারি শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভবনে একটি ট্রফি উন্মোচন অনুষ্ঠানও পরিকল্পিত ছিল। তবে, ঢাকা ক্রিকেট ক্লাব সংগঠক সমিতির চাপের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
এ বিষয়ে ক্রিকেট সংগঠক লুৎফর জামান বাদল বলেন, “আমাদের দাবিগুলো স্পষ্ট; যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হবে, ততক্ষণ আমরা খেলব না। যতক্ষণ পর্যন্ত আমাদের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ না হবে, আমরা ক্রিকেটের সঙ্গে থাকব না।”
অন্য সংগঠক রফিকুল ইসলাম বাবু জানান, “বিসিবি সভাপতি আমাদের বলেছেন, তিনি বোর্ডের সাথে কথা বলে শীঘ্রই পদক্ষেপ নিবেন। তারপর আমরা মাঠে ফিরে যাব, তার আগে নয়।”
বিসিবি এর প্রস্তাবিত সংশোধনীগুলোর উদ্দেশ্য হল ঢাকা ক্রিকেট ক্লাবগুলোর প্রভাব কমানো। নতুন প্রস্তাবে, ক্লাব প্রতিনিধিদের সংখ্যা বিসিবি বোর্ডে ১২ থেকে কমিয়ে ৪ করা হবে। এর প্রতিক্রিয়ায়, সংগঠকরা সংবিধান সংশোধনী কমিটির চেয়ারম্যান নজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি করেছেন এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদকে কমিটি বাতিল করে বিষয়টি সমাধান করার আহ্বান জানিয়েছেন।
গতকাল একটি সংগঠক দলের সাথে বিসিবি সভাপতি বিষয়টি নিয়ে আলোচনাও করেছেন। এ সময় পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও উপস্থিত ছিলেন।
জানা যায়, ক্লাবগুলোর দাবি ইতিবাচক হিসেবে নিয়েছে বিসিবি। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পাঁচ দিনের সময় নিয়েছেন ফারুক আহমেদ। বোর্ড সভা ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিসিবি সভাপতি বলেছেন, “তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাকে পাঁচ দিন সময় দিতে হবে। বোর্ড সভা ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরো বলেন, ২০ জানুয়ারি প্রথম বিভাগ ক্রিকেট শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, সিসিডিএম চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী জানিয়েছেন, স্থগিত প্রথম বিভাগ লিগের নতুন তারিখ এখনও অনিশ্চিত। পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন, "ক্লাব কর্তৃপক্ষ বিসিবিকে লিগ টি স্থগিত করার অনুরোধ করেছিল।"
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে