Views Bangladesh

Views Bangladesh Logo

বিডায় দিনব্যাপী কোল্ড চেইন ইনভেস্টমেন্ট কনফারেন্স চলছে

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

নগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং তাপমাত্রা-নিয়ন্ত্রিত লজিস্টিক ব্যবহারে কৃষি ব্যবসায় বিনিয়োগ বাড়াতে রাজধানীতে দিনব্যাপী কোল্ড চেইন ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৪ বুধবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হয়েছে।

দিনব্যাপী আয়োজিত এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিডা নির্বাহী চেয়ারম্যান জনাব লোকমান হোসেন মিয়ার উদ্বোধনীপর্ব সভাপতিত্ব করেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্টের (বিটিএফ) যৌথ আয়োজনে ‘কোল্ড চেইন ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৪’ বিডার বিনিয়োগ ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে টেম্পারেচার কন্ট্রোলড লজিস্টিক বা তাপমাত্রা-নিয়ন্ত্রিত লজিস্টিকসের ভূমিকা এবং এতে বিনিয়োগের উপরে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

এসময়ে বক্তারা বলেন, এগ্রি বা এগ্রিফুড ব্যবসায় তাপমাত্রা-নিয়ন্ত্রিত লজিস্টিকস (টিসিএল) পণ্যের ভূমিকা উল্লেখ করে বলেন, কোল্ড চেইন স্টোরেজে বিনিয়োগে ফলে ফসল-পরবর্তী ক্ষয়ক্ষতি দূর হতে পারে, আমদানি নির্ভরতা কমাতে পারে এবং মূল্য স্থিতিশীলতা বজায় রেখে প্রধান প্রধান খাদ্যদ্রব্যের সরবরাহ নিশ্চিত করা যেতে পারে। আশা করা যাচ্ছে, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশে তাপমাত্রা-নিয়ন্ত্রিত লজিস্টিক পরিষেবাগুলির সমন্বিত বাজারমূল্য হবে ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার।

আর এজন্য কোল্ড চেইন ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৪ (টিসিএল) দেশি ও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে সরকারি কর্মচারী, আর্থিক বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনার জন্য একটি ফোরাম হিসেবে কাজ করবে, উইলিয়াম ফেলোস নিজের বক্তব্য উপস্থাপনের সময় উল্লেখ করেন।

কনফারেন্সে মো সেলিম উদ্দিন, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), সভাপতি মাহবুবুল আলম এবং সিটি ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মাশরুর আরেফিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ