Views Bangladesh

Views Bangladesh Logo

সুন্দরবনে অগ্নিকাণ্ড, ৫ একর এলাকার ক্ষতি নিরূপণে কমিটি

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ৭ মে ২০২৪

সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। এ জন্য বনের জীববৈচিত্র্যের ক্ষতি পরিমাণ তদন্তে বন অধিদপ্তরের উদ্যোগে কমিটি গঠন করা হয়েছে। আর এই তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানা গেছে, এর পাশাপাশি তদন্ত কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ জানাতেও বলা হয়েছে।

এ-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমারকে কমিটির সভাপতি এবং খুলনা ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন-পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস এম ফিরোজ, আরণ্যক ফাউন্ডেশনের ম্যানগ্রোভ ইকোলজিস্ট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার এবং ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির প্রতিনিধি।

এদিকে সুন্দরবনে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেও এখন ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক তা মনিটরিং করছে বন বিভাগ। তাই যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে গতকাল সোমবার থেকে আগামী তিন দিন পর্যন্ত যে কোনো স্থানে নতুন করে আগুন লাগলে তা নেভানোর দায়িত্বে থাকবে বন বিভাগের টহল দল।

উল্লেখ্য, শনিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমোরবুনিয়া টহল ফাঁড়ি-সংলগ্ন বনাঞ্চলে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা মিলে বালতি ও কলসি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ