আগুনের ঘটনায় গঠিত কমিটি তিনদিনের মধ্যে প্রতিবেদন দেবে: উপদেষ্টা রিজওয়ানা
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ‘সচিবালয়ে আগুন লাগার ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, সচিবালয়ে আগুন লাগার ঘটনা সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। এখানে আমাদের নিরাপত্তার বিষয় জড়িত এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে। এ বিষয়কে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে ৩ দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উচ্চপর্যায়ের তদন্তদল গঠন হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ এবং তিনজন বুয়েটের বিশেষজ্ঞ নিয়ে কমিটি গঠন হয়েছে।
রিজওয়ানা বলেন, সবাই যার অবস্থান থেকে বলছেন। নানা প্রশ্ন উঠছে। যেসব সাংবাদিক আগে আগে ঘটনাস্থলে গেছেন, তাদের কাছে যদি এমন কোনো ফুটেজ থেকে থাকে যেগুলো আমাদের চোখ এড়িয়ে গেছে, তারা সে ফুটেজ দিয়ে তদন্ত কমিটিকে সহযোগিতা করবেন। সব প্রশ্নের যদি আমরা আমাদের মত করে দেই তাহলে তদন্ত কমিটির দরকার থাকবে না। যার যা তথ্য আছে সেটা তদন্ত কমিটিকে দেওয়া হবে।
তিনি আরও বলেন, পোড়ার ওখানে বসার কোনো অবস্থান নেই। কমিটি পুরো বিষয়টা খতিয়ে দেখবেন। সাংবাদিকসহ যার কাছে যা তথ্য আছে বা মতামত আছে সব তদন্ত কমিটিকে দেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে