ইসলামি মহাসম্মলনকে ঘিরে সড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা
ওলামা মাশায়েখ বাংলাদেশের ডাকা ইসলামি মহাসম্মলনকে কেন্দ্র করে বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ঢাকা অচল হয়ে পড়েছে।
আলেম-ওলামাদের পাশাপাশি ইসলামী দলটির এই কর্মসচিতে অংশ নেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমদ কাসেমী, আল্লামা আবদুল হামিদসহ দেশের ৪১ জন ইসলামী চিন্তাবিদ।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, মহাসম্মলনকে ঘিরে এফডিসি, মগবাজার, ফার্মগেট, কারওয়ান বাজারের পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়।
এদিন খামারবাড়ি এলাকায় যানজটে পড়েছিলেন অফিসগামী তামিম। তিনি বলেন, ‘এটা নিছক একটা দুঃস্বপ্ন। আমি জানি না এই সমাবেশের মাধ্যমে তারা ভবিষ্যতে কী অর্জন করতে চায়। কিন্তু তাদের কর্মসূচি এই মুহূর্তে যাত্রীদের মূল্যবান সময় নষ্ট করছে।’
তিনি প্রশ্ন রাখেন, ‘আমাদের ক্ষতির দায়ভার কে নেবে?’
আজ সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মলন অনুষ্ঠিত হয়। এজন্য সম্মেলনে যোগ দিতে নগরীর বিভিন্ন স্থান থেকে লোকজনকে পায়ে হেঁটে সম্মেলনস্থলে আসতে দেখা যায়। এ ছাড়াও এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আলেম-ওলামাদের ঢাকায় নিয়ে আসা খালি বাসগুলোকেও অনুষ্ঠানস্থলের কাছে পার্ক করে রাখতে দেখা যায়। এমতাবস্থায় সকাল থেকে মেট্রো স্টেশনেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে