Views Bangladesh

Views Bangladesh Logo

এমপি আনারের মরদেহ উদ্ধার নিয়ে ধোঁয়াশা

Kamrul  Hasan

কামরুল হাসান

বুধবার, ২২ মে ২০২৪

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ হওয়া, হত্যা এবং মরদেহ উদ্ধারের সংবাদ নিয়ে তৈরি হয়েছে এক ধরনের রহস্য।

চিকিৎসার জন্য গত ১২ মে ভারতে গিয়েছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম। তিন দিন ধরে এমপি আনারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ১৫ মে অভিযোগ করে তার পরিবার।

 বুধবার (২২ মে) সকালে এমপি আনারের পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাস বাংলাদেশের বেশ কিছু জাতীয় দৈনিককে জানান, এমপি আনার খুন হয়েছেন।

কলকাতার পুলিশের বরাত দিয়ে সংবাদ প্রকাশ হয়, এমপি আনার কলকাতায় খুন হয়েছেন। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। খুনের মোটিভ, কারা খুন করেছেন- এসব জানতে ভারতের পুলিশ কাজ করছে। এরপর, বাংলাদেশ সংবাদমাধ্যমগুলোতে খবর আসে, এমপি আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে বুধবার দুপুর পর্যন্ত ভারতীয় কোনো মিডিয়া যেমন তার মরদেহ উদ্ধার নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেনি, তেমনি বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বলছেন দুপুর পর্যন্ত মরদেহ উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার সকালে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ভারতে নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিম সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ অফিসিয়ালি তাদের নিশ্চিতভাবে কিছু জানায়নি। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতায় পরিকল্পিতভাবে খুন হয়েছেন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ‘এমপি আনোয়ারুল আজিম খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি।

বুধবার তিনি তার বাসভবনে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এখন পর্যন্ত সাংসদের মরদেহ কোথায় রয়েছে, তা জানা যায়নি। তবে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে, এমপি আনোয়ারুল আজিম গত ১২ মে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতের গেদে প্রবেশ করে কলকাতার ব্যারাকপুর সংলগ্ন মণ্ডলপাড়ায় ২৫ বছরের পূর্বপরিচিত স্বর্ণ কারবারি গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন।

পরে এই গোপাল বিশ্বাসই এমপি আজিম নিখোঁজ হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গের বরানগর থানায় সাধারণ ডায়েরি করেন।
আনন্দবাজার পত্রিকা লিখেছে, সাধারণ ডায়েরিতে গোপাল দাবি করেন, গত ১৩ মে এমপি আনোয়ারুল আজিম কলকাতা পাবলিক স্কুলের সামনে এসে নিজেই গাড়ি ডেকে চলে যান।
গাড়িতে তুলে দেয়ার সময় সেই গাড়িতে তিনি আরও দুজনকে দেখতে পান।
আনোয়ারুল আজিমকে ঠিক কী পরিস্থিতিতে, কীভাবে আর কেন হত্যা করা হয়েছে- তা নিয়ে যেহেতু এখনো অনেক অস্পষ্টতা আছে, তাই সরকারিভাবে ভারত এটা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাইছে না।

দিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তাকে এটা নিয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু জানিয়েছেন, ‘এ বিষয়ে যা বলার পশ্চিমবঙ্গের (বিধাননগর) পুলিশই বলবে।’

এর আগে বিবিসি বাংলার সঙ্গে এ ঘটনা নিয়ে কথা বলেছেন কলকাতা বিধাননগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মানব শ্রিংলা। তিনি বলেছেন, জিজ্ঞাসাবাদের সময় এক ক্যাবচালক জানিয়েছে, ‘১৩ মে যে ব্যক্তিকে তিনি গাড়িতে তুলেছিলেন, তাকে হত্যার পর তার লাশ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছে।’

আনন্দবাজার সূত্র উল্লেখ করে বলছে, আজ বুধবার ভোরে নিউটাউন থানার পুলিশ এলাকার একটি অভিজাত আবাসনে হাজির হয়। যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিম ছিলেন বলে মনে করা হচ্ছে, সেই ফ্ল্যাটে রক্তের দাগ মিলেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ফিঙ্গার প্রিন্ট এবং রক্তের দাগ সংগ্রহও করেছেন। এখন অস্থায়ী ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে আবাসনের ওই নির্দিষ্ট ফ্ল্যাটটি। আবাসনে ঢোকা-বেরোনোর ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
আরেক প্রতিবেদনে পশ্চিমবঙ্গ পুলিশের এন্টি-টেররিস্ট ইউনিটের কর্মকর্তাদের সূত্র বলছে, এমপি আনারের সম্পূর্ণ মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। দেহের মূল অংশ ট্রলিতে ভরে পাচার করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তার ধারণা।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ের একটি সূত্রও বলছে, ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে, সেখানে কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। টুকরো টুকরো লাশের সন্ধান করছে ভারতের পুলিশ।

আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, কলকাতায় নিউ টাউন এলাকায় যে ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে তার লাশ পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের ‘মূলহোতা’সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। কলকাতা পুলিশও সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে।

আজিমের ব্যক্তিগত সচিব আবদুর রউফ হতাশার সঙ্গে ভিউজ বাংলাদেশকে বলেন, ‘একেকজন একেক রকম কথা বলছেন; কিন্তু আসলে কী ঘটেছে সেটাই বুঝতে পারছি না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ