Views Bangladesh

Views Bangladesh Logo

আদালতের রায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হয়েছে: আসিফ নজরুল

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউয়ের আবেদন নিষ্পত্তির মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হয়েছে। এটা নিয়ে কিছুটা কনফিউশন ছিল। আজকের আদালতের রায়ের মাধ্যমে তা দূর হয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন সম্পূর্ণভাবে কার্যকর করা যাবে।’

তিনি আরও বলেন, ‌‘হাইকোর্টে কিছু বিচারকের ব্যাপারে সমাজের বিভিন্ন স্তরে প্রচুর অভিযোগ রয়েছে। গত জুলাই গণবিপ্লবে পতিত ফ্যাসিস্ট শক্তির নিপীড়ক যন্ত্রে পরিণত হয়েছিলেন উনারা।’

রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন আইন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘হাইকোর্টের কিছু বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। এ নিয়ে পত্র-পত্রিকায় রিপোর্ট ছাপা হয়েছে। এজন্য তাদের নিয়ে ছাত্র-জনতার অনেক ক্ষোভ রয়েছে। এসব ক্ষোভ সাংবিধানিকভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তি করার একটি পথ খুলে গেছে।’

সুপ্রিম কোর্টের স্বাধীনতা নিয়ে আসিফ নজরুল বলেন, ‘সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্বাধীন। উচ্চ আদালত তাদের মতো করে ব্যবস্থা নেবেন। তবে আমরা মনে করি, এখন অন্তত ছাত্র-জনতা তাদের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের নিকট পেশ করার জন্য একটা উপযুক্ত ফোরাম পেল। আমরা এটার একটা ইতিবাচক অগ্রগতি দেখতে চাই। সবাই যেন এখানে ন্যায় বিচার পায়।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ