জার্মানির নির্বাচনে জয়ী ডানপন্থী ফ্রেডরিক মারৎজের দল
জার্মানির ২১তম সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে ফ্রেডরিক মারৎজের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি।
স্থানীয় সময় রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, ২৮ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে সিডিইউ। ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানি(এএফডি)। সরকার গঠন করতে হলে জোট গড়তে হবে সিডিইউকে। বিজয়ী দলের প্রধান ফ্রেডরিক জানিয়েছেন, জোট গঠনে সময় লাগতে পারে দুই মাস।
আনুপাতিক হারে ভোট পাওয়ার দিক দিয়ে এগিয়ে থাকা অন্য দলগুলো হলো-সামাজিক গণতান্ত্রিক দল, পরিবেশবাদী সবুজ দল এবং বাম দল দ্যা লিঙ্কে।
রাজনৈতিক ভাষ্যকাররা জানাচ্ছেন, এক্ষেত্রে ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন, সামাজিক গণতান্ত্রিক দল এবং পরিবেশবাদী সবুজ দল শক্তিশালী জোট করে সরকার গঠন করতে পারে।
নির্বাচনে বিজয়ী হওয়ায় ফ্রেডরিককে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো।
ইউরো জোনভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি। সংসদ সদস্য (এমপি) নির্বাচনে স্বচ্ছ গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে দেশটি। প্রায় আট কোটি মানুষের জার্মানিতে বর্তমানে বৈধ ভোটার রয়েছে পাঁচ কোটি ৯২ লাখ।
দেশটির সংসদের নিম্নকক্ষের নাম বুন্ডেসট্যাগ। এর আসন সংখ্যা ৫৯৮টি। প্রয়োজন অনুসারে বুন্ডেসট্যাগের আসন সংখ্যা বাড়ানো যায়। ২০২৩ সালের এক আইন অনুযায়ী, অবশ্যই এই সংখ্যা ৬৫০-এর বেশি হবে না।
বুন্ডেসট্যাগ নির্বাচনের জন্য একজন ভোটার, মূলত দুটি ভোট দেন। প্রথম ভোট সরাসরি স্থানীয় এমপি নির্বাচনের জন্য। আর দ্বিতীয় ভোট কোনো দলের পক্ষে।
উল্লেখ্য, বুন্ডেসট্যাগে নির্বাচিত এমপিরা পরে চ্যান্সেলর নির্বাচন করেন। একজনকে চ্যান্সেলর হতে কমপক্ষে ৩৫১ জন এমপির সমর্থন পেতে হয়।
গত নভেম্বরে জার্মানির তিন দলীয় জোট সরকার ভেঙে যায়। এর পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের ছয় মাস আগেই দেশটিতে গতকাল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে