Views Bangladesh

Views Bangladesh Logo

কনস্টেবল কাওসার ৭ দিনের রিমান্ডে

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ৯ জুন ২০২৪

রাজধানীর বারিধারার কূটনৈতিক জোনে এক কনস্টেবলকে গুলি করা পুলিশ সদস্য কাওসার আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ জুন) ঢাকা মহানগর হাকিম শাকিল আহম্মদ কাওছারের আদালতে হাজির হয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শনিবার রাতে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলকে তার সহকর্মীর গুলিতে হত্যার ঘটনাকে কেন্দ্র করে নিহতের ভাই মাহবুবুল আলম (২৭) বাদি হয়ে কাওসার আলীকে আসামি করে গুলশান থানায় মামলা করেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শনিবার রাত পৌনে ১১টার দিকে দায়িত্ব পালনকালে সহকর্মী মনিরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে কাওসার।

ফিলিস্তিনি দূতাবাসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১১টা ৪০ মিনিটের দিকে মনিরুল ও কাওসারের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মনিরুল কাওসারকে একটি ডিউটি নোটবুক দেখান। প্রায় সঙ্গে সঙ্গেই কাওসার মনিরুলকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।

কাওসার সরাসরি মনিরুলকে লক্ষ্য করে আরও কয়েক রাউন্ড গুলি চালায় এবং পরে পাশ দিয়ে যাওয়া একটি গাড়ির দিকে এসএমটি বন্দুক তাক করে।

পরে রোববার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে কাওছারকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ