Views Bangladesh Logo

কোপা আমেরিকা: ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন কোপা আমেরিকার জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলে একটি নতুন মুখ ছাড়াও রয়েছে বেশ কয়েকটি চমক।

স্কোয়াডের আক্রমণভাগে জায়গা পেয়েছেন পোর্তোর ২৪ বছর বয়সী স্ট্রাইকার ইভানিলসন। তবে জায়গা হয়নি নেইমার ও রিচার্লিশনের মতো তারকাদের। এছাড়া গাব্রিয়েল জেসুস, মাথিউস কুনিয়ার মতো খেলোয়াড়দেরও দেখা যাবে না কোপার এবারের আসরে।

মাঝমাঠে সবচেয়ে বড় চমক অধিনায়ক কাসেমিরোর না থাকাটা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সাম্প্রতিক ফরমহীনতার কারণেই তিনি বাদ পড়েছেন। দলে রাখা হয়নি ইউনাইটেডের আরেক তারকা আন্তনিকেও।

কোপা আমেরিকায় ব্রাজিলের স্কোয়াড:


গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আথলেতিকো পারানায়েন্সে)।

ডিফেন্ডার: বেরাল্দো (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি), দানিলো (ইউভেন্তুস), ইয়ান কুতো (জিরোনা), গিলিয়েরমে আরানা (আতলেতিকো মিনেরিও), ওয়েন্দেল (পোর্তো)।

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গিমারায়েস (নিউক্যাসল ইউনাইটেড), দুগলাস লুইস (অ্যাস্টন ভিলা), জোইয়াও গোমেস (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)।

ফরোয়ার্ড: এন্দ্রিক (পালমেইরাস), এভানিলসন (পোর্তো), গাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), সাভিনিয়ো (জিরোনা), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ