আওয়ামী লীগ-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
জিরো পয়েন্টে পাল্টাপাল্টি কর্মসূচি
শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে ঘোষণা দেন, রোববার বেলা ১২টায় জিরো পয়েন্টে তাদের সংগঠন কর্মসূচি পালন করবে।
এর আগে ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে একই দিন তিনটায় বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ।
আওয়ামী লীগের ওই ঘোষণার কয়েক ঘণ্টা পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে রাজপথে আওয়ামী লীগকে কোনো মিছিল-সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে লিখেছেন, তারা কোনো জমায়েত বা মিছিল করার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
এদিকে শনিবার রাতেই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এছাড়া রোববার সকালে বিএনপির নেতাকর্মীদের রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে