মার্কিন শুল্কের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে দেশ বিপদে পড়বে: মির্জা ফখরুল
ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত উচ্চ শুল্কের (ট্যারিফ) বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না হলে দেশ বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, খেটে খাওয়া, গার্মেন্টস কর্মী আর কৃষক শ্রেণির মানুষকে গুরুত্ব দিতে হবে। তাহলে দেশ আরও উন্নত সমৃদ্ধ হবে।
তিনি বলেন, ‘দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদের নির্মাণ করতে হবে। আমেরিকা থেকে ট্রাম্প বা চীন থেকে শি জিনপিং এসে এটা তৈরি করে দেবে না। অথবা ভারত থেকে মোদিও ধাক্কা দিয়ে আমাদের কিছু করতে পারবে না।’
বিএনপি মহাসচিব বলেন, একটা কথা জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে চাপিয়ে দেয়া যায় না। এটা চর্চা করতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে