জি কে শামীম ও তার মায়ের দুর্নীতি মামলার রায় ৩০ জানুয়ারি
২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও তার মা আয়েশা আক্তারের দুর্নীতির মামলার রায়ের দিন আগামী ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) রায়ের দিন ধার্য থাকলেও আরও যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী। এর জবাব দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী।
পরে রায়ের নতুন দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ-৪ মো. রবিউল আলমের আদালত।
আদালতের বেঞ্চ সহকারী জানান, গত বছরের ২৮ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২২ জানুয়ারি মামলার রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। তবে আসামিপক্ষের আইনজীবী মামলাটি রায় থেকে উত্তোলন করে ফের যুক্তিতর্ক উপস্থাপনের আবেদন জানান। আদালত আবেদনটি মঞ্জুর করেন।
২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।
২০২১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন।
২০২২ সালের ১৮ অক্টোবর জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত। জি কে শামীম হাজির থাকলেও অনুপস্থিত ছিলেন তার মা।
এ মামলায় সাক্ষ্য দিয়েছেন অভিযোগকারীসহ প্রসিকিউশনের ৪১ জন সাক্ষী।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে জি কে শামীমের বাড়িতে ও অফিসে অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ১৬৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রসিদ, প্রায় এক কোটি ৮০ লাখ টাকা নগদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় স্ট্যাশ, সিঙ্গাপুরের ডলার এবং কিছু বিদেশি মদ জব্দ করে র্যাব ।
২০২২ সালের ২৫ সেপ্টেম্বর অস্ত্র মামলায় জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
২০২৩ সালের ১৭ জুলাই সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দেন ঢাকার আরেকটি আদালত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে