Views Bangladesh Logo

সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

চেক প্রতারণা মামলায় ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ মার্চ) ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।

এর আগে, গত ১৯ জানুয়ারি একই আদালত সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় বাদীপক্ষ সম্পদ জব্দের আবেদন করে। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পত্তি জব্দের আদেশ দেন।

গত বছরের ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে সাকিবসহ পাঁচজনকে ১৮ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দেয়।

মামলার অন্য আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহগীর হোসেন এবং কোম্পানির দুই পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক প্রয়োজনে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে বিভিন্ন সময়ে ঋণ নেয়। এর বিপরীতে কোম্পানিটি দুটি চেক ইস্যু করে। কিন্তু চেক জমা দেয়ার পর তা পর্যাপ্ত অর্থের অভাবে বাতিল হয়ে যায়। দুই চেকের মোট পরিমাণ প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ