Views Bangladesh Logo

বাংলাদেশে করোনার নতুন ধরন জেএন.১ শনাক্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের পর বাংলাদেশেও করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত পাঁচ ব্যক্তির নমুনা পরীক্ষায় অমিক্রনের উপধরন জেএন.১ ধরা পড়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বৃহস্পতিবার (১৮ জানুযারি) দুপুরে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন সংবাদমাধ্যমকে আরও বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরের করোনা রোগীদের নমুনা পরীক্ষার পর এই উপধরন শনাক্ত হয়েছে।’

এদিকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, করোনা পরিস্থিতির ওপর তাঁরা নজর রাখছেন।

প্রসঙ্গত, এক মাস আগেই নতুন এই উপধরন ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। সেই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, নতুন এই উপধরন অতি দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা আছে। তবে এতে রোগের লক্ষণে তীব্রতা কম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ