Views Bangladesh Logo

করোনায় সপ্তাহে বিশ্বজুড়ে ১৭০০ মানুষের মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 VB  Desk

ভিবি ডেস্ক

রোনাভাইরাসে এখনও সারা বিশ্বে সপ্তাহে প্রায় ১ হাজার ৭০০ জন মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । এ জন্য এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে করোনার টিকা দেয়ার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার এই তথ্য সামনে আনে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ বিষয়ে একটি সতর্কবার্তা দিয়েছেন ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস।

এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান বলেন, ‘তথ্যগুলোতে দেখা যাচ্ছে, স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ভ্যাকসিন নেয়ার সংখ্যা কমেছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে তারাও রয়েছেন।’

এ সময় ডব্লিউএইচও’র পক্ষ থেকে সুপারিশ করা হয়, সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা লোকেরা যেন তাদের শেষ ডোজ নেওয়ার ১২ মাসের মধ্যে আবারও করোনার ভ্যাকসিন নেয়।

একইসঙ্গে ভাইরাস নজরদারি এবং সিকোয়েন্সিং বজায় রাখতে ও সাশ্রয়ী মূল্যে এবং নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করার জন্য বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বানও জানিয়েছে ডব্লিউএইচও।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরের কেন্দ্রে অবস্থিত হুনান সি-ফুড মার্কেটে প্রথম করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটে। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারিতে ৭০ লাখেরও বেশি মানুষ মারা যান। যদিও এই মহামারিতে প্রাণ হারানো মানুষের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হয়।

অন্যদিকে প্রাণহানির পাশাপাশি অনেকে দেশের অর্থনীতিকেও ছিন্নভিন্ন করে কোভিড-১৯।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ