যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের লাগবে না করোনা টিকার সনদ: বিবিসি
এখন থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটির গ্রিন কার্ড আবেদনকারীদের করোনা টিকার সনদ জমা দিতে হবে না। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এই ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইনত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে এখন থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা নেয়ার প্রমাণ বা এর কোনো সনদ জমা দেয়ার প্রয়োজন হবে না। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য গ্রিন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কোনো প্রতিষ্ঠানের কর্মী হওয়ার জন্য প্রয়োজনীয়।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই তার অভিবাসনবিরোধী অবস্থান স্পষ্ট করেন ট্রাম্প। ওইদিনই একাধিক নির্বাহী আদেশ জারি করে অবৈধ অভিবাসন রোধে সীমান্ত নিরাপত্তা জোরদার, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল এবং নতুন অভিবাসীদের প্রবেশ ঠেকানোর পদক্ষেপ নেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে