Views Bangladesh Logo

এনামুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ দলের ক্রিকেটার এনামুল হককে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল দুর্বার রাজশাহীসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে। এনামুল খেলছেন রাজশাহীর হয়ে। তার মাঝেই এনামুলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা এসেছে।

চলমান বিপিএলে অনেকগুলো ম্যাচে ফিক্সিংয়ের সন্দেহ করা হচ্ছে। এছাড়া আসরটিতে সন্দেহজনক ঘটনা চোখে পড়েছে বলে জানান কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকও। পরবর্তী সময়ে ফিক্সিংয়ে জড়িত সন্দেহে কয়েকজন খেলোয়াড়ের নামও আসে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে।

এনামুল বাংলাদেশ দলের হয়ে ৫ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২০ টি–টোয়েন্টি খেলা এনামুল এ বছরের বিপিএলের অন্যতম সেরা পারফরমার। ১২ ম্যাচে ১ সেঞ্চুরিসহ ৩৯২ রান করেছেন, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।

বিপিএলে রাজশাহী ১২ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে। তবে প্লে-অফে খেলতে পারবে কি না তা নির্ভর করছে আজকের ঢাকা-খুলনা ম্যাচের ওপর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ