ঈদের দ্বিতীয় দিনে বিনোদনকেন্দ্রে মানুষের ঢল
স্বস্তিময় রোজা পালনের পর উৎসবমুখরতায় উদযাপিত হয়েছে ঈদ-উল- ফিতর। রাজধানী ও আশেপাশের বিনোদনকেন্দ্রগুলোতে আনন্দ-উল্লাস চলছে ঈদের দ্বিতীয় দিনেও।
ঈদের লম্বা ছুটি ঘিরে অনেকটাই ফাঁকা রাজধানীসহ শিল্পাঞ্চলগুলো। ফলে যানজটমুক্ত পরিবেশে পরিবার নিয়ে অসংখ্য মানুষ ভিড় করছেন সাভার ও ধামরাই উপজেলার বিভিন্ন পার্ক ও বিনোদনকেন্দ্রে।ঈদের আনন্দকে বহুগুণে রাঙিয়ে তুলতে বিনোদন কেন্দ্রগুলোকেও বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ঈদ উপলক্ষে পার্কগুলোতে স্বল্পমূল্যে নানা আয়োজন ছাড়াও অফার প্যাকেজ থাকায় সব বয়সী মানুষের ভিড়। বিনোদনপ্রেমীদের নিরাপত্তা দিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীও।
সবচেয়ে ভিড় দেখা গেছে সাভারের আশুলিয়ার জামগড়ায় দেশের সবচেয়ে বড় থিমপার্ক ফ্যান্টাসি কিংডমে। রোলার কোস্টার, ম্যাজিক কার্পেটসহ সব রাইডে হুমড়ি খেয়ে পড়ছে শিশু-কিশোররা। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি আর স্মৃতির মুহূর্তগুলো মোবাইলফোনে ধরে রাখতেও ব্যস্ত নগরবাসী।
সকাল থেকে তিল ধারণের ঠাঁই নেই জাতীয় স্মৃতিসৌধ, ভ্রমণস্পট, মিনি চিড়িয়াখানা, যমুনা পার্ক, নীলা বর্ষা পার্ক, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক এবং ধামরাইয়ের বেশ কিছু বাগানবাড়িতেও।
ফ্যান্টাসি কিংডম পার্কে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন সোহেল হোসেন। তিনি জানান, গত বছরগুলোর তুলনায় এ বছর ঘুরতে এসে অনেকটাই নিরাপদ মনে হচ্ছে । কোথাও কোনো সমস্যা নেই। এবারের ঈদটা ভালোই কাটছে।
একই পার্কে গাজীপুরেরর টঙ্গী থেকে ঘুরতে আসা সুমনা আক্তার বলেন, 'বান্ধবী, বোনদের নিয়ে ঘুরতে এসেছি। পড়াশোনার চাপে ছিলাম। এখন কলেজ বন্ধ। তাই রিলাক্স হতে সবাই মিলে এসেছি। এবার অনেক মানুষ এসেছে। আশেপাশে অনেক পুলিশ ছিল। তাই কেউ বিরক্ত করেনি। ভালোভাবে ঘোরাফেরা করতে পারছি'।
পর্যটন পুলিশের উত্তর জোনের উপ-পরিদর্শক রিপন বলেন, 'নারী পুরুষসহ সবার নিরাপত্তায় আমরা সতর্ক। নারীদেরজন্যআমাদেরবিশেষদলকাজকরছে, যেনকেউকোনোহেনস্থারশিকারনাহন। সড়ক-মহাসড়কেও নিরাপত্তা জোরদার করা হয়েছে'।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে