Views Bangladesh Logo

চট্টগ্রামে জোড়া খুন: স্ত্রীসহ ‘ছোট সাজ্জাদের’ বিরুদ্ধে মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামে গাড়ির ভেতরে দুইজনকে গুলি করে হত্যার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ ও তার স্ত্রী শারমিন সহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় বাকলিয়া থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় সাতজনের নাম উল্লেখ এবং আরও ছয় থেকে সাতজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

নিহত মানিকের মা ফিরোজা বেগম মামলাটি দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মাহমুদুল হাসান মামুন।

মামলার বিবরণ অনুযায়ী,সড়ক পরিবহন ব্যবসায়ী সরোয়ার হোসেন বাবলার গাড়িচালক হিসেবে কাজ করতেন মানিক। আর অন্য নিহত ব্যক্তি আবদুল্লাহ, বাবলার ব্যক্তিগত সহকারী ছিলেন। ২৯ মার্চ রাতে মানিক, সরোয়ার, আবদুল্লাহ ও আরও কয়েকজন নতুন ব্রিজ এলাকায় একসঙ্গে সময় কাটাচ্ছিলেন। সেখান থেকে বহদ্দারহাটের উদ্দেশে ফেরার পথে রাজাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে ছয় থেকে সাতটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।

মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়, বাঁচার জন্য মানিক গাড়ি নিয়ে বাকলিয়া এক্সেস রোড হয়ে চকবাজারের দিকে রওনা হন। রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে চকবাজারের নবাব সিরাজ-উদ-দৌলা রোডে পৌঁছালে হামলাকারীরা আবারও নির্বিচারে গুলি চালায়, এতে মানিক ও আবদুল্লাহ গুরুতর আহত হন।

এ সময় গাড়িতে থাকা সরোয়ার ও ইমন নামের এক যাত্রী পালিয়ে যেতে সক্ষম হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা রুবিন নামের এক ব্যক্তি জানিয়েছেন, সরোয়ার ও সাজ্জাদের দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই এ হামলা হয়েছে।

তিনি বলেন, ‘স্থানীয় রাজনৈতিক প্রভাব ও সাজ্জাদের গ্রেপ্তার ইস্যু নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বাড়ছিল। সাজ্জাদের অনুসারীরা প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে এবং মূল লক্ষ্য ছিল সরোয়ারকে হত্যা করা।’

আবদুল্লাহর মা রাশেদা বেগম জানান, দুই মাস আগে রাউজানে সাজ্জাদ তার ছেলের পায়ে গুলি করেছিল।

বলেন তিনি, ‘প্রাণের ভয়েই আবদুল্লাহ ঘর থেকে বের হতো না। কিন্তু সেদিন ঈদের কেনাকাটা করার জন্যই বের হয়েছিল।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ