Views Bangladesh Logo

চট্টগ্রাম–কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু হচ্ছে ১২ জুন

 VB  Desk

ভিবি ডেস্ক

ঞ্জিন সংকটের কারণে ৩০ মে থেকে বন্ধ থাকা চট্টগ্রাম–কক্সবাজার রুটের বিশেষ ট্রেন সার্ভিস আবার ১২ জুন থেকে চালু হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ে শুক্রবার (৩১ মে) জানিয়েছে, ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন রুটে অন্যান্য বিশেষ ট্রেন সার্ভিসের পাশাপাশি এ পরিষেবাটি পুনরায় চালু করা হবে।

রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, 'যাত্রীদের চাহিদা বিবেচনায় ১২ জুন থেকে বিশেষ ট্রেন চলাচলের পরিকল্পনা করা হয়েছে।'

এর আগে ২৮ মে ইঞ্জিনের স্বল্পতার কারণে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত গত ঈদ-উল-ফিতরে চালু হওয়া জনপ্রিয় ট্রেন সার্ভিসটি বন্ধ করার ঘোষণা দেয় রেল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সরদার সাহাদাত আলী বলেন, 'ইঞ্জিনে ট্র্যাকশন মোটর সমস্যা এবং ঘনঘন দুর্ঘটনার কারণে নিয়মিত ট্রেন চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে বিশেষ ট্রেনগুলো বন্ধ রাখা হয়েছে।'

রেলওয়ের পরিবহন ও যান্ত্রিক প্রকৌশল বিভাগের তথ্য অনুসারে, পূর্বাঞ্চলের অর্ধেকেরও বেশি বন্ধ ট্রেনসহ ২০০টি ট্রেন পরিচালনার জন্য মোট ৩০০টি ইঞ্জিনের প্রয়োজন। বর্তমানে মাত্র ১৫৬টি ইঞ্জিন রয়েছে এবং এর মধ্যে ১০০টি কাজ করছে না। তবে ইঞ্জিনের বর্তমান চাহিদা দাঁড়িয়েছে ১১৬-এ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ