Views Bangladesh

Views Bangladesh Logo

বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত ৯টি বগির ৪টি উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

কুমিল্লা নাঙ্গলকোটের তেজের বাজারে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির মধ্যে ৪টি বগি উদ্ধার করা হয়েছে। এদিকে, ডাউন লাইনে চলাচল করতে হচ্ছে ট্রেনগুলোকে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার (১৯ মার্চ) সকাল পর্যন্ত লাইনচ্যুত ট্রেনটির ৪টি বগি উদ্ধার করা হয়েছে। এখনো ৫টি বগির উদ্ধার বাকি রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার ও মেরামত কাজ করতে আরও দুইদিন লাগবে এবং উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে আরও তিনদিন।

সাইফুল ইসলাম জানান, এদিকে উদ্ধার ও মেরামত কাজের সময় ডাউন লাইনে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। এতে করে ট্রেন চলাচলের নিয়মিত সিডিউল কিছুটা বিঘ্নিত হচ্ছে।

সোমবার ভোরে লাইনচ্যুত হওয়ার ১৪ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়। চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নাঙ্গলকোটের তেজের বাজারে লাইনচ্যুত হয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ