Views Bangladesh

Views Bangladesh Logo

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন

প্রথমবারের মতো ‘নগর মাতা’ পেল কুমিল্লা

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এবারই প্রথম কোন নারী সরাসরি ভোটে নির্বাচিত হয়ে প্রধান আসনটিকে অলংকৃত করলেন। কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার কন্যা ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা সেই ইতিহাস সৃষ্টি করলেন।

কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তিনি বাস প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি ৪৮ হাজার ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোট ১০৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১০৫ কেন্দ্রের ফলাফলে তিনি এ ভোট পান।

চার মেয়র প্রার্থীর মধ্যে সূচনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সিটি মেয়র মরিুল হক সাক্কু ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট পেয়েছেন। ঘোড়া প্রতীক নিয়ে নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট। নূর ইর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১১৭৩ ভোট। ডা: তাহসীন বাহার সূচনা বাস প্রতীক নিয়ে শতকরা ৩৮.৮২ ভাগ ভোট পেয়েছেন।

বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় ডা. তাহসীন বাহার সূচনা বলেছেন, “নগর মাতা নয়, আমি নগর কন্যা হয়ে সকলের সুখে-দুঃখে সব সময় পাশে থাকতে চাই। নগরবাসীর সেবা করতে চাই। সে জন্য এ প্রিয় নগরীর সকল স্তরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ ও ঋণী। তারা আমাকে ভালোবেসে এত ভোট দিয়েছেন, তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারব না।”

তিনি বলেন, “আমি সব সময় সকল নাগরিকের সার্বিক সহায়তা কামনা করি।”

এ দিকে আজ শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চলে টানা ভোটগ্রহণ। এবার উপনির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। নগরীর বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে বিকেলে কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।

কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, “দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ও সকলের অংশগ্রহণে ভোট গ্রহণ হয়েছে। আমি যতগুলো কেন্দ্রে গিয়েছি প্রার্থীদের, এজেন্টদের উপস্থিতি পেয়েছি।”

রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, “অনেকেরই আশংকা ছিল এবারের ভোট সুষ্ঠু হবে কিনা, আমরা স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রতিটি ভোট কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করে শতভাগ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন শেষ করতে পেরেছি।”

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। সবশেষ ২০২২ সালের ১৫ জুনের তৃতীয় নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে মেয়রের পদটি শূন্য ঘোষণা করে গত ৯ মার্চ এ পদে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ