Views Bangladesh

Views Bangladesh Logo

কাল সাইবার নিরাপত্তা আইন বাতিল অধ্যাদেশের অনুমোদন

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ৬ নভেম্বর ২০২৪

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রণয়ন করা সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ বাতিলে নতুন একটি অধ্যাদেশের অনুমোদন দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভায় সাইবার নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’র খসড়ায় নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আর এ সভায় সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়টি সভার এজেন্ডাভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত চারদলীয় জোট সরকারের সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ প্রণয়ন করা হয়। পরে এ আইন সংশোধন করে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ প্রণয়ন করে আওয়ামী লীগ সরকার। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের জন্য সুপারিশ করে। পরে বিদেশিদের চাপে আওয়ামী লীগ সরকার আইনটি বাতিল করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ২০২৩ প্রণয়ন করে।

গত ৩০ সেপ্টেম্বরের তথ্যমতে জানা গেছে, এসব আইনের (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইন) অধীনে গত আগস্ট পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে এখনও চলমান পাঁচ হাজার ৮১৮টি মামলা।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এসব মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জামিন দেয়া শুরু হয় এবং সাইবার নিরাপত্তা আইনটি বাতিলের উদ্যোগ নেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ