Views Bangladesh Logo

ঘূর্ণিঝড় রিমাল: ভারতের পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ৬

 VB  Desk

ভিবি ডেস্ক

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েকটি এলাকায় বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কলকাতার দৈনিক আনন্দবাজার। এছাড়া আরও দুজনের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে সড়কে পানি জমে কলকাতা শহরের নানা এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়, বৃষ্টির কারণে সোমবার (২৭ মে) নগরীতে মেট্রোরেল চলাচলও বিঘ্নিত হয়েছে।

সোমবার সকালেই ঝড়ের সময় কলকাতার এন্টালিতে একটি বাড়ির কার্নিস ভেঙে মোহাম্মদ সজিব নামে ৫১ বছরের এক ব্যক্তি মারা যান। এছাড়া, ঝড়ের মধ্যে পড়ে মৌসুনি দ্বীপে রেণুকা মণ্ডল নামে ৮০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলার নুঙ্গিতে তাপসী দাস (৫৩) নামে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। 

অন্য দিকে, প্রবল দুর্যোগের মধ্যে ‘হুকিং’ করা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটির বাসিন্দা গোপাল বর্মণ (৪৭)। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

পূর্ব বর্ধমান জেলার মেমারির বাসিন্দা ফড়ে সিংহ ও তরুণ সিংহ নামে বাবা ও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ঝড়ে উপড়ে যাওয়া কলাগাছ কাটতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানায় আনন্দবাজার।

গত ২২ মে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়, যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ। গভীর নিম্নচাপ অবস্থা পেরিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় শনিবার সন্ধ্যায়। তখন এর নাম দেওয়া হৃমাল। রোববার সকালে ঘূর্ণিঝড়টি পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ