Views Bangladesh

Views Bangladesh Logo

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরিশাল বিভাগে মৃত্যু বেড়ে ১৯

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ২৯ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরিশাল বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা যায়, এ ঘটনায় হতাহতদের মধ্যে ঘরচাপায় এই বিভাগের ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফারুক হাজারী (৫০), লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনেজা খাতুন (৫৫), দৌলতখান উপজেলায় মাইশা (৪) নামের এক শিশু ও একই উপজেলার চরপাতা ইউনিয়নের আমজাদ হোসেন (৫৫) এর মৃত্যু হয়।

বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে গাছের ডাল পড়ে জাহাঙ্গীর হোসেন (৫০) নামে একজন এবং ঝড়ের পানিতে আসা সাপের কামড়ে পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবু সায়ীদ মাঝি মারা যান।

এদিকে ঘূর্ণিঝড়ে পটুয়াখালী জেলায় বিভিন্ন দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। এদের মধ্যে কলাপাড়া উপজেলার কাউয়ারচরে পানিতে ডুবে শরীফ (২৪) নামে একজন, দুমকি উপজেলার নলদোনিয়া গ্রামে গাছচাপায় জয়নাল আবেদিন (৭০) ও বাউফলের নাজিরপুর ইউনিয়নে ঘরচাপায় আব্দুল করিম (৬৫) মারা যান।

অন্যদিকে ঘূণিঝড়ের তাণ্ডবে বরগুনা জেলার সদর উপজেলায় গাছচাপায় আব্দুর রহমান বয়াতির (৫৬) মৃত্যু হয়। তিনি আয়লা পাতাকাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লেমুয়া গ্রামের মৃত খুতি বয়াতির ছেলে বলে জানা গেছে।

এ ছাড়াও পিরোজপুর জেলায় তিনজন গাছচাপায় আর দুজন পানিতে ডুবে মারা গেছেন। তারা হলেন- ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে জাকির হোসেন (৫৫), তেলিখালী ইউনিয়নে মাজেদা বেগম, ইন্দুরকানী উপজেলায় চানবরু বেগম (৭৫)।

তা ছাড়াও ভান্ডারিয়া উপজেলায় পৌরসভা এলাকায় দিহান (৩) ও সদর উপজেলার ঝাটকাঠি একলায় হাসান । এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

এসব জেলার বাইরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গাছচাপায় একজন, বাকেরগঞ্জ উপজেলায় গাছের ডাল পড়ে একজন এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় দেয়াল ধসে দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের জাকির হোসেন (৫৫), সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী এলাকার লোকমান হোসেন ও মোকছেদুর রহমান। এদের দুজনের বাড়ি পটুয়াখালী জেলায়।

এসব পৃথক ঘটনায় মৃতের পরিবারকে সহায়তা করা হচ্ছে বলে উপজেলা ও জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

এদিকে প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালী আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ