ড্যাবের কেন্দ্রীয় কমিটি বাতিল
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ডা. হারুণ অর রশিদ (সভাপতি) ও ডা. আবদুস সালাম (সাধারণ সম্পাদক) নেতৃত্বাধীন ড্যাবের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।
ড্যাবের সম্মেলন ও কাউন্সিল আয়োজনের জন্য শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে