Views Bangladesh Logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাটা হচ্ছে ডিভাইডার, বাড়ছে দুর্ঘটনা

দেশের সবচেয়ে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দাঁপিয়ে বেড়াচ্ছে অবৈধ তিন চাকার যানবাহন। সহজেই রাস্তা পারাপারে কুমিল্লার দাউদকান্দি অংশে রাতের আঁধারে কেটে-ভেঙে ফেলা হচ্ছে রোড ডিভাইডারও (বিভাজন)। এতে চার লেনের মহাসড়কটিতে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বেড়ে চলেছে প্রাণের ঝুঁকিও। গত এক বছরে এই মহাসড়কে অর্ধশতাধিক প্রাণহানি ঘটেছে। আহত অনেকে বয়ে বেড়াচ্ছেন সারাজীবনের পঙ্গুত্ব।

সড়ক বিভাগ বলছে, বেশিরভাগ কাটা (ডিভাইডার) বিভাজন ঢালাই ব্লক এবং আরসিসি দেয়াল তুলে বন্ধ করে দেয়া হয়। তবে, কয়েকদিন পরেই একটি চক্র রাতের আঁধারে ডিভাইডারগুলো ফের ভেঙে ফেলছে। ফলে সড়ক পারাপারের সময়ই বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। আবার বিগত সরকারের সময় মহাসড়কটিতে অবৈধ তিন চাকার যানবাহন বন্ধ থাকলেও ৫ আগস্টের পর থেকে অবাধে চলছে। বেপরোয়া চলাচলে দুর্ঘটনা ঘটাচ্ছে এসব ফিটনেসবিহীন বা নিয়ন্ত্রণহীন যানগুলো।

আর স্থানীয়রা জানান, মহাসড়কে চলাচলকারী ছোট পরিবহনগুলো ইউটার্ন করতে গেলে অনেক পথ যেতে হয়। অনেকেই নিজেদের প্রয়োজনে রাতের আঁধারে ডিভাইডার কাটছেন। অনেকবারই সেসব বন্ধ করেছে সড়ক বিভাগ; কিন্তু বন্ধের কয়েকদিন পর দেখা যায় ডিভাইডারগুলো আবারও ভেঙে ফেলেছেন। প্রথমে ছোট গাড়ি পারাপারের রাস্তা করা হলেও তা আস্তে আস্তে ভেঙে ভেঙে বড় হয়। সেখান দিয়ে এখন পার হচ্ছে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহন এমনকি পথচারীরাও। এসব ভাঙা ডিভাইডারে পারাপারের সময় বড় দ্রুতগামী গাড়ি না দেখে ধাক্কা দিয়ে চলে যায়।

সরেজমিন দেখা গেছে, মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর অংশে ঢাকামুখী লেনে দ্রুতগতির গাড়ি এবং স্থানীয় যানবাহন চলাচলের জন্য ডিভাইডার দিয়ে ভাগ করা ছিল। বার বার কাটার পর সড়ক বিভাগ এসব কাটা ডিভাইডার মেরামত ও বন্ধ করে দিলেও কয়েক দিনের মধ্যেই রাতের আঁধারে আবারও সেগুলো ভেঙে বা সরিয়ে ফেলছে অজ্ঞাতনামা একটি চক্র। বারপাড়া ও হাসানপুর সরকারি ডিগ্রি কলেজের সামনেও সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যান পারাপারের জন্য ডিভাইডারের ব্লকগুলো খুলে ফেলা হয়েছে। কাটা ডিভাইডারের এসব অংশ দিয়ে যানবাহনের পাশাপাশি ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন পথচারীরাও।

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘মহাসড়কটির ব্যস্ততম স্থান হলো গৌরীপুর বাসস্ট্যান্ড। ঢাকামুখী সরাসরি লেনে গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামা করাতে ডিভাইডার ভাঙা হয়েছে বলে ধারণা করছি। ফলে পথচারী ও যাত্রী পারাপারে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। দুর্ঘটনা রোধে দ্রুত ভাঙা অংশ মেরামতেএবং স্থায়ী বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি’।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, ‘কয়েকদিন আগে আমি এখানে যোগ দিয়েছি। খোঁজ-খবর নিয়ে সড়ক ও জনপথের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে দুর্ঘটনারোধে ব্যবস্থা নেয়া হবে।’

সড়ক ও জনপথ বিভাগের গৌরীপুর শাখা উপ-সহকারী প্রকৌশলী মো. আবু সালেহ বলেন, ‘দুর্ঘটনারোধে মহাসড়কটির দাউদকান্দি অংশে ডিভাইডার ও ফুটওভার ব্রিজ করা হয়েছে। কিন্তু জনসাধারণ সেগুলো ব্যবহার করছে না, উল্টো ডিভাইডার ভেঙে বা নষ্ট করে পারাপার হচ্ছে। কেটে ফেলা অংশগুলো অনেকবারই বন্ধ করা হলেও আমাদের অজ্ঞাতসারে বার বার এ অপকর্ম চলছে। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, হাইওয়ে পুলিশ ও সাংবাদিকদের প্রতি রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবার মাঝে সচেতনতা বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ