Views Bangladesh Logo

বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন, মেয়ের আত্নসমর্পণ

সাভারের পৌর এলাকায় বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্নসমর্পণ করলেন মেয়ে।

বৃহস্পতিবার (৮ মে) ভোর ৪টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজিদপুর কাঁঠালবাগান এলাকার আব্দুল কাদেরের নূর ভিলা বাড়িতে এই ঘটনা ঘটে। পরে সকালে জান্নাত জাহান শিফাকে (২৩) গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ।

নিহত আব্দুর সাত্তার (৫৬) নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

মেয়ের বরাতে পুলিশ জানায়, গতরাতে ভাতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খেতে দেন মেয়ে জান্নাত। পরে আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে ভোর ৪টার দিকে মেয়ে জান্নাত ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করে।

জানা যায়, ২০২২ সালে সিংড়া থানায় বাবার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা করে মেয়ে জান্নাত। সেই মামলায় তার বাবা দীর্ঘদিন জেলও খাটেন। পরে তারা সাভারে এসে বাসা ভাড়া করে আবার একসঙ্গে বসবাস শুরু করে। সেই মামলার সূত্র ধরেই বাবার সঙ্গে মেয়ে জান্নাতের বনিবনা হচ্ছিল না।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ‘মেয়ে তার বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে ৯৯৯-এ নম্বরে কল করে জানায়। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুর সাত্তার জেলও খেটে এসেছেন।’এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ